মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরে জাকের পার্টির কেন্দ্রীয় ঘোষিত সারাদেশে জনসভা ও র্যালী’র করার অংশ হিসেবে এই জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাজারস্থ কলেজ মাঠ প্রাঙ্গনে জামালপুর ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
জামালপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আলাউদ্দিন মল্লিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা জাকের পার্টি পশ্চিম অঞ্চলের সভাপতি ও মিশন প্রধান মোহাম্মদ আলী বিশ্বাস (কাঞ্চন)।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ও রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম রাফু, পাংশা উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ মিলন মন্ডল, জেলা যুব ফ্রন্টের সভাপতি মোঃ নুরুল ইসলাম খান, জেলা যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক এরশাদ ফকির, জামালপুর ইউনিয়ন জাকের পার্টির সাধারণ সম্পাদক গোলজার তালুকদার, জেলা জাকের পার্টির ছাত্রফ্রন্ট সভাপতি আশরাফুল ইসলাম আমজাদ, আরিফুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মী।
এ সময় জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা,সহিংসতা ও বিভাজন জাতীয় উন্নয়নের প্রধান বাধা। শান্তি ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। জাকের পার্টি ইসলামের শিক্ষা ও মহানবী (সা.)‑এর আদর্শকে অনুধাবন করে সমাজে ন্যায়, মানুষের মর্যাদা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চায়। জনগণের পাশে অবস্থান ও ন্যায়বিচার জনরূপে তারা বলেছে, জাকের পার্টি সবসময় জনগণের পাশে থেকে সত্য, ন্যায় ও মানবিকতার রাজনীতির প্রচার করে। শুধু উন্নয়ন কাজ করলেই সমর্থন লাভ হবে না। বক্তারা আরো বলেন,গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে,দেশের উন্নয়নের কাজ করার জন্য সকলকে আহবান জানান। আমাদের দেশে নির্বাচন প্রক্রিয়া কখনোই নিরপেক্ষ হয়নি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিকভাবে ব্যবহার হয়েছে, সকলকে জাকের পার্টিকে সমর্থন দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে জাকের পার্টি জয়লাভ করতে পারে এজন্য সকল কে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।