মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর পাংশায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ১ জন আটক

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের নিভাপাড়া গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয়অস্ত্র, গুলি, হাত বোমাসহ ১ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) রাত্রে রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের নিভাপাড়া গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালুখালী সেনা ক্যাম্পর সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় আটক করা হয় একই গ্রামের মোঃ মজিদ আলী মন্ডলের ছেলে মোঃ ইউনুস আলী মন্ডলকে।

সন্ত্রাসীদের বাড়িতে বিশেষ অভিযানে তাকে আটকসহ ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান, ওয়ান শুটারগানের ৮ রাউন্ড গুলি, ১০টি ককটেল, ১টি রাম দা, বাংলাদেশ পুলিশের ২টি টিয়ার সেল, ১টি চাইনিজ কুড়াল, ৪টি হাত বোমা ও ১টি পুলিশ স্টিক উদ্ধার করা হয়।
আইনি পদক্ষেপ গ্রহণের জন্য পাংশা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

সম্পর্কিত