বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃ*ত্যু

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় জয় শেখ (১৬) নামের এক কিশোর ভ্যান চালকের মৃত্যু হয়েছে। জয় শেখ পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের মাশালিয়া গ্রামের কালাম শেখের ছেলে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জয় শেখ তার ভ্যানগাড়ি নিয়ে নিজ বাড়ি থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জয় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষনিক তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়কে মৃত ঘোষণা করেন।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন-অর রশিদ বলেন, ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত