শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে হাইব্রিড পেঁয়াজ প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ীঃ

লাল তীর সীড লিমিটেড বাংলাদেশে ফুলের বাজারে নিয়ে এসেছে পেঁয়াজ পিপাসুদের মনোরঞ্জক এক শুভবার্তা। এটি পেঁয়াজ চাষী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে সহায়ক হবে।

এরই আলোকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী আলিম মাদ্রাসা মাঠে পেঁয়াজ চাষী ও ব্যবসায়ীদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে বালিয়াকান্দি উপজেলার বড় হিজলী আলিম মাদ্রাসা চত্বরে লাল তীর সীড লিমিটেড এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে লাল তীর সীড লিমিটেডের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু প্রধান অতিথির বক্তব্য রাখেন।

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা এ্যাডঃ লিয়াকত আলী বাবু, জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাডঃ কামরুল আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহজাহাম মিয়া সম্রটা, বালিয়াকান্দ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জনি খান, বালিয়াকান্দি সরকারি কলেজের সরকারি অধ্যাপক মোঃ রেজাউল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান এবিএম মঞ্জুরুল আলম দুলাল, মেসার্স ইউসুফ ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহবুব আলম, লাল তীর লিমিটেডের রিজিওনাল ম্যানেজার হারুন অর রশিদ, মেসার্স খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ স্বাধীন খান (ডিলার), শ্রী অসিম কুমার সিকদার, কৃষক আব্দুর রাজ্জাক প্রমুখ।

লাল তীর সীড লিমিটেড এর চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, লাল তীর সীড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে লাল তীর কিং, হাইব্রীড লাল তীরসহ বেশ কয়েকটি উন্নত জাতের পেঁয়াজ। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কথা চিন্তা করে বিগত কয়েক বছর ধরে ইউরোপের জনপ্রিয় কিছু পেঁয়াজের চাষ নিয়ে গবেষনা শুরু করে এই প্রতিষ্ঠান। আমেরিকা থেকে বীজ এনে বাংলাশের মাটির সাথে এর ম্যাচ হবে কিনা শুরু করে পরীক্ষা নিরিক্ষা। নিজস্ব পরীক্ষায় পর এর সফলতার মূখ দেখে লাল তীর সীড লিমিটেড। এর ফলশ্রুতিতে পরীক্ষামূলকভাবে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলকায় পেঁয়াজ ফুল ও পেঁয়াজ চাষিদের মাধ্যমে  প্রদর্শনী প্লট শুরু করে লাল তীর সীড লিমিটেড। এতে সফল হওয়ার পর তারা দেশের মধ্যে কৃষকের হাতে তুলে দেয় উন্নতমানের বীজ। যা দিয়ে চাষাবাদ করে কৃষক উপকৃত হয়েছে।

সবশেষে সফল কৃষকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত