মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি ঃ
বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশন এর জেলারেল অফিসার কমান্ডিং (জিওসি) কর্তৃক নির্মাণাধীন রাজবাড়ীর সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ এর ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে জেলার কালুখালী উপজেলার মালিয়াট এলাকায় যশোর ৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।
রাজবাড়ীর কালুখালী উপজেলার মালিয়াট এলাকায় ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) বিএ-৪২৮৮ মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম NDC, AFWC, PSC, Mphil নির্মাণাধীন রাজবাড়ী সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন।
এসময় রাজবাড়ী সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোসাদ্দেক আবু সায়েদ (৫৫ আর্টিঃ ব্রিগেড কমান্ডার), কর্নেল শহিদুর রহমান (কর্নেল এডমিন), কর্নেল মোঃ আরিফুল ইসলাম (কর্নেল স্টাফ), লেঃ কর্নেল রাকিবুল আমিন (একিউ), লেঃ কর্নেল তাওহীদ আমিন (অধিনায়ক ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন) সিও এমপি ইউনিট, জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ সামসুল হক, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার’সহ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এলাকাবাসী অনেকেই বলেন, বাংলাদেশ সেনাবাহিনী যশোর ৫৫ পদাতিক ডিভিশন এই এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্নকে আজ বাস্তবে রূপান্তরিত করলেন। আমরা কখনোই ভাবিনি এই এলাকায় এত বড় একটি প্রতিষ্ঠান নির্মিত হবে। এখানে সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ নির্মাণ সম্পন্ন হলে আমাদের এলাকার ছেলে মেয়েরা মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বড় বড় দায়িত্ব পালন করতে পারবে। আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে সাধুবাদ জানাই। তাদের হাত দিয়ে এমন একটি প্রতিষ্ঠান নির্মাণ এর জন্য।













