রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা সদরের শ্রীপুর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় পাংশা উপজেলার সেনগ্রামের হারুন অর রশিদের ছেলে মোঃ আব্দুল হান্নান (৬০) একটি হায়েস গাড়ির সাথে ধাক্কা খেয়ে মর্মান্তিক আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজবাড়ীর শ্রীপুর বাজার এলাকায় হঠাৎ করেই সড়কে একজনকে হায়েস মাইক্রোবাস ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় দুর্ঘটনাক্রান্ত আব্দুল হান্নানকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।