শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৩৭ জেলের কারাদণ্ড, ৬ জন গ্রেফতার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে সদর, গোয়ালন্দ ও পাংশা উপজেলায় ৩৭ জন জেলেকে কারাদণ্ড ও ৬ জনকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১১টা থেকে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর অংশে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ১৭ জন জেলেকে তিন দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে ৪০ কেজি ইলিশ মাছ ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

একই সময়ে পদ্মা নদীর রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও পাংশা উপজেলায় পরিচালিত ৭টি পৃথক অভিযানে আরও ২০ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৬ জনের নামে নিয়মিত মামলা করা হয়। এসব অভিযানে ২ লাখ ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ২৮ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, গোয়ালন্দে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মকবুল হোসেন, এবং পাংশায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।

অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা ও উপজেলা মৎস্য দপ্তর, জেলা পুলিশ, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।

সম্পর্কিত