মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে সদর, গোয়ালন্দ ও পাংশা উপজেলায় ৩৭ জন জেলেকে কারাদণ্ড ও ৬ জনকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১১টা থেকে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর অংশে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ১৭ জন জেলেকে তিন দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে ৪০ কেজি ইলিশ মাছ ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
একই সময়ে পদ্মা নদীর রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও পাংশা উপজেলায় পরিচালিত ৭টি পৃথক অভিযানে আরও ২০ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৬ জনের নামে নিয়মিত মামলা করা হয়। এসব অভিযানে ২ লাখ ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ২৮ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, গোয়ালন্দে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মকবুল হোসেন, এবং পাংশায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।
অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা ও উপজেলা মৎস্য দপ্তর, জেলা পুলিশ, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।