শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে ভ্যানের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

আমিরুল হক,রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালীতে ভ্যানের সাথে ধাক্কা লেগে জিহাদ (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার মদাপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের জামাল হোসেনের ছেলে ও সংগ্রামপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুরে স্কুল থেকে বাড়ী ফেরার পথে ভ্যানের সাথে ধাক্কা লাগে। বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানিয়েছেন, স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে জিহাদ গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্কুলসহ পুরো এলাকায় জিহাদের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারকে সান্তনা জানিয়েছেন।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুর রহমান বলেন, ভ্যানের সাথে ধাক্কা লেগে জিহাদ নামে এক স্কুল ছাত্রের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে কেউ কোন অভিযোগ দায়ের করেনি।

সম্পর্কিত