রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে বাংলাদেশ খেলাফতে মজলিসের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

 

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীতে বাংলাদেশ খেলাফতে মজলিসের জুলাই সনদ এর অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যা বিচার দৃশ্যমান করা এবং জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ অক্টোবর) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জুলাই সনদ এর অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যা বিচার দৃশ্যমান করা এবং জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফতে মজলিস রাজবাড়ী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইলিয়াস মোল্লা, বাংলাদেশ খেলাফতে মজলিস রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, বাংলাদেশ খেলাফতে যুব মজলিসের জেলা শাখার সভাপতি মুফতি আবু তাহের, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নাজমুল হাসান, জেলা ছাত্র মজলিসের আহবায়ক হাফেজ আব্দুল্লাহ, জেলা যুব মজলিসের সমাজ সেবা সম্পাদক হাফেজ মাওলানা হাসিবুল ইসলাম শিমুল প্রমুখ। এসময় বিভিন্ন এলাকা থেকে আসা বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, ৫ দফা দাবি সমূহ বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে আয়োজন করা সম্ভব হবে যা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় আসীন করবে।

প্রেসক্লাবের সামনে থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে ৫ দফা দাবী নিয়ে সংক্ষিপ্ত আলোচনার পর জেলা প্রশাসক নিকট স্মারকলিপি প্রদান করেন।

সম্পর্কিত