বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

 

রাজবাড়ী প্রতিনিধি ॥

রাজবাড়ীর কালুখালীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফেরদৌস আলী (৫৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি তিনি ঢাকার মোহাম্মদপুর আগারগাঁও তালতলি সরকারি কলোনী হিন্দোল-গ ২০১ এলাকার আব্দুল গনী মোল্লার ছেলে।

বুধবার (০৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোবিন্দের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ফেরদৌস আলী মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এমন সময় একটি দ্রুতগতির প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. পলাশ তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন-অর রশিদ বলেন, “একজন মোটরসাইকেল আরোহী ঢাকা থেকে তার গ্রামের বাড়ি কুষ্টিয়াতে যাচ্ছিলেন। এসময় কালুখালী সীমান্তে এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সুরতহাল শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্পর্কিত