মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে তাহমিদ শেখ নামে ৩ বছর বয়সী এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের হাসান শেখের ছেলে।
রবিবার (১৯ অক্টোবর) সকাল পৌনে ১০ টার সময় বালিয়াকান্দি উপজেলার ঘোড়ামারা গ্রামের বাড়ীতে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
বালিয়াকান্দি হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. জুয়েল রানা বলেন, শিশু তাহমিদ শেখ বাড়ীর সবার অজান্তে বাড়ীর পাশের পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করা হয়।