বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে পদ্মার ২২ কেজির কাতল ৩৭ হাজারে বিক্রি

মোঃ আমিরুল হক, রাজবাড়ীঃ

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতল মাছ জেলের জালে ধরা পড়েছে। মাছটির ওজন ২২ কেজি। পরে কুমিল্লার এক ব্যবসায়ীর কাছে অনলাইনে মাছটি ৩৭ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলে মোহাম্মদ হালদারের জালে মাছটি ধরা পড়ে। নদী থেকে সরাসরি জেলের নৌকা থেকে মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৫ হাজার ২০০ টাকায় ক্রয় করেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারী মাছ ব্যবসায়ী মোঃ শাহজাহান শেখ সম্রাট।

ব্যবসায়ী মোঃ শাহজাহান বলেন, ২২ কেজি ওজনের কাতল মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৫ হাজার ২০০ টাকায় ক্রয় করা হয়। পরে অনলাইনে কুমিল্লার এক ব্যবসায়ীর নিকট ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে।

সম্পর্কিত