বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে উপজেলা যুব লীগের আহবায়ক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি ॥

রাজবাড়ীর কালুখালীতে বিশেষ ক্ষমতা আইনের মামলায় মনিরুজ্জামান চৌধুরী মবি (৫৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রতনদিয়া গ্রামের মৃত নাজির হোসেন চৌধুরীর ছেলে ও উপজেলা যুবলীগের আহবায়ক।

মঙ্গলবার (২০ মে) সকাল পৌনে ১১ টার দিকে কালুখালী রেলস্টেশন এলাকা থেকে কালুখালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের নেতৃত্বে এসআই মোতালেব, এসআই সোহেল মোল্লা, এসআই মোঃ মোস্তফা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে গত ১০ ফেব্রুয়ারী কালুখালী থানায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।

কালুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে মঙ্গলবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত