মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে আওয়ামী লীগের নেতার দখলে থাকা কোটি টাকার খাস জমি উদ্ধার করেছে প্রশাসন।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে বালিয়াকান্দি মৌজার বিএস-৬৩৬২ নং দাগের ০.১৮২৫ একর জমির মধ্যে ০.০৯২৫ একর জমি বিএস-০১ নং খাস খতিয়ানভুক্ত বালিয়াকান্দি বাজারের খাস জমি। তন্মধ্যে ০.০৩৫০ একর খাসজমি আওয়ামী লীগের নেতা মোঃ আমিরুল ইসলাম প্রায় ৫০ বছর অবৈধভাবে দখলে রেখেছিলেন। ০.০৩৫০ একর খাসজমি উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসনের নির্দেশনায় দখলকারী ব্যক্তি নিজেই তার স্থাপনা সরিয়ে নিয়েছেন। উদ্ধারকৃত ০.০৩৫০ একর খাসজমির বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা বলে স্থানীয়রা জানান।
বালিয়াকান্দি সহকারী কমিশনার (ভুমি) এহসানুল হক শিপন বলেন, বালিয়াকান্দি বাজারের কোটি টাকা মুল্যের জমি মোঃ আমিরুল ইসলাম দখলে রাখে। পরে কাগজপত্র পর্যালোচনা করে সত্যতা পাওয়া যায়। পরে তার স্থাপনা নিজেই সরিয়ে নেয়। আমরা সরকারি জমিটি বুঝে নেই।