সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু

মোঃ মকবুলার রহমান,নীলফামারী প্রতিনিধি:

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও বেশ কয়েকজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে একে একে আরও ১২টি ইউনিট যোগ দেয়। তবে বিকেল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, এখন পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সদর দপ্তর থেকে একটি বিশেষ সার্চ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

তিনি আরও বলেন, “আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত তথ্য জানানো হবে।”

ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম জানান, আগুনে দগ্ধদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত তল্লাশি অব্যাহত থাকবে।

সম্পর্কিত