শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজধানীতে ঝটিকা মিছিল: আতঙ্কিত না হতে ডিএমপির অনুরোধ

মোঃ মকবুলার রহমান,স্টাফ রিপোর্টার নীলফামারীঃ

রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ করে সংগঠিত ঝটিকা মিছিল নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি হচ্ছে। তবে এসব ঘটনায় আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৯ এপ্রিল) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উপ-পুলিশ কমিশনার মো. তালেবুর রহমান এই বার্তা দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং তাদের আদলে গঠিত অন্যান্য কিছু সংগঠন রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। তারা পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করে হঠাৎ করে কোনও নির্দিষ্ট এলাকায় হাজির হয়ে অল্প সময়ের জন্য মিছিল করে এবং সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করে। পরে এসব ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে নিজেদের উপস্থিতি জানান দেয়।

ডিএমপি আরও জানায়, তাৎক্ষণিকভাবে মিছিলকারীদের ধরা না গেলেও, সংগৃহীত ছবি ও ভিডিও বিশ্লেষণের মাধ্যমে অনেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জনবিচ্ছিন্ন এসব বেআইনি সংগঠনের যেকোনও ধরনের অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। একই সঙ্গে, নাগরিকদের এই ধরনের বিচ্ছিন্ন ঘটনার কারণে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পর্কিত