শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মোরেলগঞ্জে দুদকের উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন বাগেরহাট জেলা কার্যালয় ও মোরেলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
রোববার সকাল ১০ একটি দুর্নীতি বিরেধী একটি র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় রচনা প্রতিযোগিতা। রচনা প্রতিযোগিতায় মোরেলগঞ্জ পৌরসদরের ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত ২০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।
রচনা প্রতিযোগিতা শেষে উপজেলা প্রশাসনের ডিবেটিং ক্লাবে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসের অ্যাকাডেমিক সুপার ভাইজার মো. বাকী বিল্লাহ। উপজলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. মো. রুহুল আমিন খানের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্তিত ছিলেন উপজলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মো. ফারুকুল ইসলাম শিকদার, সাধারণ সম্পাদক বিএম. রফিকুল ইসলাম মাসুম, সদস্য যথাক্রমে কলেজ শিক্ষিকা সাজেদা সুলতানা, নাসরিন জাহান চুমকি, মারজান খানম প্রমুখ।

সম্পর্কিত