কলি আক্তার(মোরেলগঞ্জ)বাগেরহাট প্রতিনিধি: শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশব্যাপী জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে ইউনিয়নে জনসভা ও র্যালি কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়। জনসভা শেষে ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে র্যালী বের হয়ে কামলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মোরেলগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা জাকের পার্টির সভাপতি খান আরিফুর রহমান (আরিফ)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব রেজাউল শেখ,সহ-সভাপতি জাকের পার্টি খুলনা সাংগঠনিক বিভাগ,জনাব মুন্সি বাদল রেজা,সভাপতি কৃষক ফ্রন্ট বাগেরহাট জেলা ও মনোনয়ন প্রত্যাশী মোরেলগঞ্জ,শরণখোলা,কচুয়া আসন,জনাব সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জেলা জাকের পার্টি, জনাব আলতাব হোসেন, সহ-সভাপতি জেলা জাকের পার্টি,জনাব মাওলানা ওমর ফারুক বুলবুল,সভাপতি যুব ওলামা ফ্রন্ট ও মনোনয়ন প্রত্যাশী শরণখোলা,মোরেলগঞ্জ কচুয়া আসন, জনাব গোলাম ফারুক চান,সাংগঠনিক সম্পাদক বাগেরহাট জেলা জাকের পার্টি,জনাব তৌহিদুল ইসলাম মিনা, সভাপতি কচুয়া উপজেলা জাকের পার্টি, জনাব আশরাফ আলী,সাধারণ সম্পাদক মোরেলগঞ্জ উপজেলা সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথি আরিফুর রহমান বলেন,“জাকের পাটি নীতি, আদর্শ ও সততার সাথে পরিচালিত হয়। দলের কোন নেতা বা কর্মী দুর্নীতি বা অনিয়মে জড়িত নয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মহামান্য চেয়ারম্যানের আদর্শ জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।” তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে শান্তি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের সুযোগ দিতে হবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।