আমান উল্লাহ শেখ – স্টাফ রিপোর্টারঃ
নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ এর ১১ বছর পদার্পণ উপলক্ষে আয়োজিত স্বেচ্ছাসেবী মিলনমেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
১৯ (সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় সিংড়া উপজেলা অডিটোরিয়াম/ হল রুমে “নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ” এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বেচ্ছাসেবী মিলনমেলার শুভ উদ্বোধন করেন সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব হা’মীম তাবাসসুম প্রভা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন’« NYBDG» এর প্রতিষ্ঠাতা সভাপতি ও একমাত্র নির্বাহী পরিচালক জনাব খন্দকার উল্লাস এবং সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব হা’মীম তাবাসসুম প্রভা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস, মিস্টার বিন খ্যাত রাসেদ শিকদার, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উদ্যোক্তা আব্দুল মোন্নাফ, স্বেচ্ছাসেবী মিলনমেলা কমিটির আহ্বায়ক মেহেদী হাসান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে নাটোর জেলার ৭ টি উপজেলা কমিটি সভাপতি – সেক্রেটারী সহ প্রায় দু’শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।