মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি ॥
রাজবাড়ীতে চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) থেকে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৩টা পর্যন্ত রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক জানান, দুই দিনে মোট ৫টি মোবাইল কোর্ট ও ৯টি অভিযান পরিচালিত হয়। এতে ১৪৩ কেজি ইলিশ মাছ ও ৩.৮৩ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৪ লাখ ৫৬ হাজার টাকা।
অভিযান চলাকালে রাজবাড়ী সদর উপজেলায় ৩ জন জেলেকে ২ দিন, ৭ জনকে ৩ দিন, ৪ জনকে ৫ দিন এবং ৩ জনকে ৬ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একজনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে গোয়ালন্দ উপজেলায় ২ জনকে ৫ দিন ও ২ জনকে ৩ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, চলতি মৌসুমে ৪ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত জেলায় মোট ৪৯টি মোবাইল কোর্ট ও ১৪৪টি অভিযান পরিচালিত হয়েছে। এতে ৯১১ কেজি ইলিশ ও ২৩.৩৩ লক্ষ মিটার জাল জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫০ লাখ ৯৬ হাজার টাকা। এই সময়ে ১৬২ জনকে কারাদণ্ড, ২২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং ১ লাখ ১০২ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত ইলিশের নিলাম থেকে ৯৭ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে।
তিনি আরও বলেন, “মা ইলিশ সংরক্ষণে জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের সমন্বিত এই অভিযান অব্যাহত থাকবে, যাতে প্রজনন মৌসুমে মা ইলিশ সম্পূর্ণভাবে রক্ষা পায়।”