আহসান হাবিব স্টাফ রিপোর্টারঃ
“মাদককে না বলি, খেলাধুলায় জীবন গড়ি” – এই মহান প্রতিপাদ্যকে সামনে রেখে এক ব্যতিক্রমী উদ্যোগ নিলেন তরুণ সাংবাদিক কুদরত আলী। সাংবাদিক কুদরত আলী আগামীর স্বপ্ন মানবিক সংস্থা নামের একটি মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নিজস্ব অর্থায়নে তিনি বিভিন্ন স্কুল ও যুব ক্লাবের মাঝে ফুটবল বিতরণ করেছেন। এই কার্যক্রম শুধু ক্রীড়াঙ্গনেই নয়, বরং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করার ক্ষেত্রেও এক নতুন আশার সঞ্চার করেছে।
গত এক সপ্তাহ ধরে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং যুব ক্লাবগুলোতে গিয়ে ৫ টি ফুটবল বিতরণ করা হয়। সাংবাদিক কুদরত আলীর এই মহতী উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্কুল ও যুব ক্লাবের প্রতিনিধিরা।
কুদরত আলী বলেন, “আমি দীর্ঘদিন ধরে সমাজের নানা চিত্র দেখেছি। মাদকের আগ্রাসন আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই অন্ধকার থেকে তাদের আলোর পথে ফেরাতে খেলাধুলাই হতে পারে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা শেখায়, দলবদ্ধ কাজ করার প্রেরণা যোগায় এবং শরীর ও মনকে সুস্থ রাখে।”
তিনি আরও বলেন, “আমার সামান্য সামর্থ্য দিয়ে আমি চেষ্টা করেছি, যাতে আমাদের তরুণরা খেলার মাঠে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায় এবং মাদকের হাতছানি থেকে দূরে থাকে। ‘মাদককে না বলি, খেলাধুলায় জীবন গড়ি’ – এই স্লোগান যেন তাদের জীবনের মূলমন্ত্র হয়, এটাই আমার কামনা।”
ফুটবল গ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও যুব ক্লাবগুলোর প্রতিনিধিরা সাংবাদিক কুদরত আলীর এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা মনে করেন, এই ফুটবলগুলো তাদের খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। বিশেষত, যারা আর্থিকভাবে দুর্বল, তাদের জন্য এটি একটি বিশাল সুযোগ তৈরি করবে।
রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী, কশালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, বড়দেশ্বরী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকলেছুর রহমানসহ অনেকে বলেন, “কুদরত আলীর এই উপহার আমাদের শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে। ‘মাদককে না বলি, খেলাধুলায় জীবন গড়ি’ – এই বার্তা তাদের মনে গেঁথে যাবে এবং একটি সুস্থ জীবন গঠনে সাহায্য করবে।”
বড়দেশ্বরী যুব ক্লাবের সভাপতি মোঃ নুরনবী বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে কুদরত আলী আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তার দেওয়া ফুটবল আমাদের দলের মনোবল বাড়াবে এবং আমরা আরও উদ্যমের সাথে অনুশীলন করতে পারব। আমরাও চাই আমাদের যুবকরা মাদক থেকে দূরে থাকুক এবং খেলাধুলায় নিজেদের জীবন গড়ে তুলুক।”
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম জানান সাংবাদিক কুদরত আলীর এই উদ্যোগ অন্যান্যদেরকেও অনুপ্রাণিত করবে এবং সমাজের বিত্তবানরা যুব সমাজের কল্যাণে এগিয়ে আসবেন। “মাদককে না বলি, খেলাধুলায় জীবন গড়ি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুদরত আলীর এই কার্যক্রম সত্যিই প্রশংসার যোগ্য এবং এটি একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











