বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বোমা হামলাকারীদের দমন অনিবার্য : মির্জা ফখরুল

মোঃমকবুলার রহমান,স্টাফ রিপোর্টার নীলফামারী:

রাজধানীর নিউ ইস্কাটন রোডে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুষ্কৃতকারীদের বোমা হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১ মার্চ) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “বিসিএস প্রশাসন কল্যাণ সমিতিতে বোমা হামলার ঘটনা নিন্দনীয় ও গভীর উদ্বেগের বিষয়। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতি ঘটেছে।”

তিনি আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এই হামলা তারই বহিঃপ্রকাশ। দুষ্কৃতকারীদের কঠোরভাবে দমন করা জরুরি।”

বিএনপি মহাসচিব দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সম্পর্কিত