মঙ্গলবার, ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই সফর, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই সফর, ১৪৪৭ হিজরি

বেরোবিতে রোকেয়ার দর্শন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রুশাইদ আহমেদ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) ‘রোকেয়ার দর্শন: দেশে এবং দেশান্তরে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে কবি হেয়াত মামুদ ভবনে বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে জার্মানির লেখক, অনুবাদক ও রোকেয়া গবেষক ড. আলিয়া তাইসিনা আলোচক হিসেবে অংশ নেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা সভাপতির বক্তব্যে বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার উপর গবেষণার পাশাপাশি তাঁর রচিত গ্রন্থ জার্মান ভাষায় অনুবাদ করেছেন লেখক ড. আলিয়া তাইসিনা। এই উদ্যোগের মাধ্যমে রোকেয়ার দর্শনগুলো জার্মান ভাষার পাঠকরাও জানতে পারছেন। দেশ-বিদেশের গবেষকদের হাত ধরে রোকেয়ার দর্শনগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বেরোবি বাংলা বিভাগের প্রভাষক মোছা: সিরাজাম মুনিরা, মোঃ খাইরুল ইসলামসহ শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত