বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোজাম্মেল হক বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ

‘নিরাপদ পুষ্টিকর খাবার, সুস্থ্য জীবনের অঙ্গীকার’’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর উচ্চ বিদ্যালয়ে গুডনেইবারস্ বীরগঞ্জ সিডিপির আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন রবিবার সকাল ১১টায় বীরগঞ্জ সিডিপির সিডিপি ম্যানেজার সৃজল তিগ্যা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুডনেইবারস উত্তরাঞ্চল এরিয়া প্রধান সিমান্ত চিসিম, ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেবশর্মা, সিডিপির সভাপতি প্রফুল্ল কর্মকার, বীরগঞ্জ থানার এসআই রাজিকুল ইসলাম, মাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, গুডনেইবারস্ এর প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম সহ আরও অনেকে।

সম্পর্কিত