শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াডাঙ্গীতে সীরাতুনন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আজ রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় পাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে সীরাতুনন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশের সূরা সদস্য ও জেলা আমির এবং ঠাকুরগাঁও-২ আসনের ২০ দলীয় জোটের সাবেক প্রার্থী মজলুম জননেতা মাওলানা আব্দুল হাকিম। প্রধান অতিথির বক্তব্য মাওলানা আব্দুল হাকিম বলেন, আওয়ামীগের অবৈধ সরকারের দু:শাসনের আমলে দেশের অবস্থা নাজেহাল করেছিলো, আওয়ামীলীগ দেশে জনগণের ভোটের অধিকার কেরে নিয়েছিলো, তারা বিরোধী দলের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। তাদের হাত থেকে দেশের কেউ রক্ষা পায়নি এবং কি আমিও রক্ষা পাইনি। আমার নামেও একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে আমাকেও হাজতে বন্দী করে রেখেছিলো। আওয়ামীলীগ অবৈধভাবে সরকার গঠন করে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিলো। ছাত্র জনতার আন্দোলনে গণ অভুথানে অবৈধ আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে অনেক ছাত্র শহীদ হয়েছেন। নিহত পরিবারের পাশে জামায়াত পাশে দাড়িয়েছে। প্রতেক নিহতদের পরিবারের মাঝে জামায়াতের পক্ষ থেকে ২ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। আহতদের আর্থিক সহায়তা করা হয়েছে। জামায়াতে ইসলামী এমন একটি দল যা সকল ধর্ম ভেদাভেদ বাদ দিয়ে সকলকে নিয়ে এক সাথে কাজ করে আসছে।
শুধু তাই নয়, পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকা ডুবিতে নিহত হিন্দু পরিবারের প্রতেকের মাঝে ৩০ হাজার টাকা সৎকারের জন্য সহায়তা প্রদান করা হয়েছে। জামায়াত সব সময় জনগণের পার্শ্বে ছিলো এবং আগামীতেও জনগণতে সাথে নিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের সংবিধান জামায়াত অনুস্বরণ করবপ কোরআনের সংবিধান, ইসলামি সংবিধান। মাহফিলে উপস্থিত সকলকে প্রতিটি পরিবারের মাঝে জামায়াতের দাওয়াত পৌছানোর জন্য তিনি পাড়িয়া ইউনিয়ন বাসীদেরকে আহব্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো: রফিকুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক সরিফুল ইসলাম, জামায়াত নেতা ও আমজানখো ইউপির সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী।
মাহফিলে পাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দানারুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বায়তুলমাল সেক্রেটারী মাওলানা সাজেদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদে ইসলামী ছাত্র শিবিরের বালিয়াডাঙ্গী উপজেলা উত্তর শাখার সভাপতি শামীম রানা।
প্রধান অতিথি এলাকার উন্নয়নে জামায়াতের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। মাহফিলে উপস্থিত ছিলেন এলাকার ওলামায়ে কেরামগন, বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা , সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে দেশের শান্তি ও মঙ্গল কামনায় দোয়া পাঠ করেন পাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দানারুল ইসলাম।

সম্পর্কিত