বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বালিয়াডাঙ্গীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

মোঃ সাইফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

১৯৭১ সালের এই দিনে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের নাম সংযোজিত হয়েছিল বিশ্বমানচিত্রে। একাত্তরের এই দিনে কুয়াশাঢাকা বাংলার আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য। উড়েছিল চিরগৌরবের লাল-সবুজ পতাকা। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।

১৬ ডিসেম্বর, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বণীর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর স্বাধীনতার অম্লান স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ,মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শহীদদের স্মরণে বালিয়াডাঙ্গী উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের পক্ষ থেকে কুজকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অর্জন কুমার দাস। এসময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহসানুল হক , উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস থানা অফিসার ইনচার্জ বুলবুল আহমেদ, উপজেলা আনসার বেটেলিয়ান এর সদস্যরা , উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা , উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সম্পর্কিত