শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃ*ত্যু

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুদ্দম (১৮ ) নামে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮ দিকে উপজেলার ২ নং চারোল ইউনিয়নের লাহিড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত পুদ্দম রানীশংকৈল উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা ও পালানডুর ছেলে।

স্থানীয়রা জানান, পুদ্দম ও তার ভাই সহ লাহিড়ী বাজারে পাবনিয়াপট্টিতে একটি বিল্ডিং এর কাজ করতে আসেন। সেখানে একটি সেচ পাম্পের বৈদ্যুতিক লাইনের তার টানা থাকায় কাজ শেষ করে হাত মুখ ধুইতে গেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ও ‌তার ভাই তাকে উদ্ধার করে সেখানেই তার মৃত্যু হয়।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌ওকত আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত