মোঃ সাইফুল ইসলাম,বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:
জিংক সমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করনের লক্ষ্যে (৩ ডিসেম্বর) বুধবার ২০২৫ সকাল ১০ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮ নং বড়বাড়ি ইউনিয়ন পরিষদ ও বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হারভেস্ট প্লাস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন রিঅ্যাক্টস ইন প্রজেক্টের আওতায় আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠানে মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের উপকারিতা ও অভাবজনিত লক্ষণ, ব্রি ধান৭৪ ও ব্রি ধান১০২ জাতের ধানে জিংক এর পরিমাণ ও জিংক ধান উৎপাদন কৌশল, বীজ সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
রিঅ্যাক্টস- ইন প্রজেক্টের আওতায় মোট ৩২৪ জন কিষানীকে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণ শেষে প্রতি কিষাণীকে ৪ কেজি হারে জিংক সমৃদ্ধ ধান বীজ বিতরণ করা হয়েছে। অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, রিঅ্যাক্টস ইন প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবীর, আরডিআরএস বাংলাদেশ এর টেকনিক্যাল অফিসার (কৃষি ও পরিবেশ) কৃষিবিদ রবিউল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বালিয়াডাঙ্গী এর প্রজেক্ট অফিসার মসনুজ পারভেজ প্রমূখ।













