মঙ্গলবার, ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই সফর, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই সফর, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে স্ত্রীকে ফিরে পেতে আদালতে মামলা: হয়রানি প্রতিবাদে সংবাদ সম্মেলন

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :রাজবাড়ী বালিয়াকান্দিতে স্ত্রীকে ফিরে পেতে আদালতের স্মরণাপন্ন হওয়ায় বিভিন্ন প্রকার হয়রানি ও হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার নবাবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণবাড়ি এলাকার খোকন ভূইয়ার ছেলে শান্ত ভূইয়া।

শনিবার (৩০ মার্চ) দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী এলকায় বাসীর আয়োজনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শান্ত ভূইয়া সাংবাদিকদের বলেন, একই উপজেলার সোনাপুর গ্রামের অসিম সরকারের মেয়ে পূর্ণিমা সরকার ওরফে জান্নাতি আক্তারকে গত ১১ ফেব্রুয়ারি জেলা নোটারি পাবলিক কার্যালয়ে হাজির হয়ে নটারির মাধ্যমে প্রথমে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মগ্রহন করে এবং ইসলামী শরিয়া মতোবেক এক লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিবাহ সম্পূর্ণ করে দাম্পত্য জীবন জাপন করছিলাম। আমার স্ত্রী’র বাড়ির লোকেরা সুখৌশলী তাকে বাড়িতে নিয়ে আটকে রাখে এবং আমি আমার ন্ত্রীকে ফিরিয়ে আনতে গেলে আমার সাথে দেখাও করতে দেয় না। আমি নিরুপায় হয়ে আমার স্ত্রীকে ফিরে পেতে তার পরিবারের সদস্যের বিরুদ্ধে রাজবাড়ী নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করি। এর পর থেকে আমাকে বিভিন্ন ভাবে হামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে। আমি নিরীহ মানুষ, কোন প্রকার উপায়ান্তর না পেয়ে আপনাদের মাধ্যমে আমার স্ত্রীকে ফিরে পাওয়া সহ হুমকিদাতাদের শাস্তি দাবি করছি।

সম্পর্কিত