রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে বোরো উফশী ও হাইব্রিড ধানের বীজ বিতরন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো উফশী ও হাইব্রিড ধানের বীজ বিতরণের উদ্ধোধন করা হয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিস হলরুমে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান।

উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৭৫ জন র্কষকের প্রত্যেককে ৫ কেজি উফশী জাতের ধানের বীজ ও ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ৪০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষসহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত