শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বালুলতলা গ্রামে ঘাষ মারা বিষ পান করে আত্মহত্যা করেছে। মৃত এতেম আলা শেখ (৬৫) একই গ্রামের মৃত মইজুদ্দিন শেখের ছেলে।

শুক্রবার (১১ জুলাই) সকাল আনুমানিক পৌনে ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে যেকোন সময় সকলের চক্ষুর অন্তরালে নিজের ঘরে থাকা ঘাষ মারার বিষ পান করে। এতে এতেম আলী অসুস্থ হয়ে পড়লে তার স্ত্রী প্রথমে দেখে চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন এসে তাকে চিকিৎসার জন্য বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক সলকপ্রকার পরীক্ষা-নিরীক্ষা করে সকাল সাড়ে ৭টার সময় মৃত ঘোষণা করেন । এতেম আলী দীর্ঘদিন যাবৎ শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ ছিল বলে জানান তার স্ত্রী।
স্থাণীয়রা জানান, মৃত এতেম আলী অনেকদিন ধরে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিল। হয়তো সে কারণেই সকলের চোখের আড়ালে ভোর বেলায় ঘরে থাকা ঘাষ মারা বিষপান করেছে। তার স্ত্রীর আত্মচিৎকারে অনেকেই এগিয়ে এসে তারাতরি বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। দেখে শুনে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একই সঙ্গে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত