মোঃকামরুজ্জামান সম্পদঃ
বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের পক্ষ থেকে গ্রাম পুলিশের সাথে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান সোমবার দুপুরে পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম পুলিশ সুশান্ত কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তার রেশমী,
নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার, নুনগোলা ইউপি চেয়ারম্যান বদরুল আলম, রাজাপুর ইউপি চেয়ারম্যান রাজিবুল ইসলাম খান রাজু, গ্রাম পুলিশ সহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বলেন, গ্রাম পুলিশ সন্ত্রাস, জঙ্গি বাদ ও মাদক মুক্ত সমাজ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্ষমতা অস্থায়ী আর সম্পর্ক চিরস্থায়ী। আপনারা উপজেলা পরিষদের একটি পরিবার। যে কোন সমস্যা নিয়ে উপজেলা পরিষদে আসবেন।
আপনাদের গ্রেড ও বেতন বৃদ্ধির জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বললো। উপজেলা পরিষদের আওতায় ১১ টি ইউনিয়ন পরিষদে বাড়ি নির্মাণ করতে হলে প্রত্যেকে প্লান পাস করে নিতে হবে। এটি দেখার জন্য এবং সঠিকভাবে দ্বায়িত্ব পালন করার জন্য গ্রাম পুলিশকে অনুরোধ করেন।
তিনি আরোও বলেন, আমার সম্মানীভাতা প্রতি তিন মাস পরপর গরীব ও অসহায় এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরন করবো। পরিষদের পুকুর ও দোকান থেকে আয়কৃত অর্থ উপজেলা মসজিদের উন্নয়ন খাতের ব্যয় করা হবে।
পরিশেষে একটি আদর্শ, মডেল ও স্মার্ট সদর উপজেলা গড়ার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন।