বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে চারাগাছ ও উপকরণ বিতরন.

মোঃকামরুজ্জামান সম্পদ বগুড়া প্রতিনিধিঃ

অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প( ১ম সংশোধিত) এর আওতায় বগুড়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে চারাগাছ ও উপকরণ বিতরন করা হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ৬০ জন কৃষক ও কৃষাণীদের মাঝে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা কৃষি অফিসার মোছাঃ ইসমত জাহান। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আকলিমা খাতুন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাহাঙ্গীর আলমসহ কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিজন কৃষককে বীজ ৩ প্যাকেট( রবি,খরিপ-১, খরিপ-২), ট্রাইকো সার ১ বস্তা,সাইনবোর্ড ১ টি, নেট ও দড়ি ১ সেট, ঝাঝড়ি ১ টি,বীজ সংরক্ষণ পাত্র ১ টি, চারাগাছ ৬টি করে বিতরণ করা হয়। চারাগাছের মধ্যে রয়েছে আম, লেবু, পেয়ারা, জামবুরা, আমড়া ও সজিনা। বগুড়া সদর উপজেলার ১১ টি ইউনিয়নে পর্যায়ক্রমে ২শত ৬ জন কৃষকদের মাঝে বিতরন করা হবে।

সম্পর্কিত