নিজস্ব প্রতিবেদকঃবুধবার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের আয়োজনে প্রভাতফেরীতে র্যালি বের করা হয়।
র্যালি শেষে কলেজ চত্বর শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক গোলজার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ বেল্লাল হোসেন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন প্রভাষক আবু রায়হান, প্রভাষক শাজাহান আলী, ছাত্রলীগ রত্না খাতুন। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এ সময় সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
				 
											











