বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় মাদক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এএসপির সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:- বগুড়ায় চলমান মাদক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার বগুড়া সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম এর সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির প্রতিনিধি দলের নেতৃবৃন্দ।

আলোচনায় বগুড়ার বর্তমান আইন-শৃঙ্খলার চিত্র, মাদক নির্মূল এবং একটি নিরাপদ ও সুন্দর শহর গড়ে তোলার করণীয় বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম বগুড়াকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার দৃঢ় প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, এ কাজে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে এবং পাশাপাশি সাধারণ জনগণ ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা অপরিহার্য।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল আশ্বস্ত করেন যে মানবাধিকার কর্মীরা সবসময় পুলিশের সঙ্গে থেকে সমাজের উন্নয়ন ও অপরাধ দমনে সহযোগিতা করে যাবে। সভাপতি আরমান হোসেন ডলার বলেন, মানবাধিকার রক্ষার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় পুলিশের সকল ভালো উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু রায়হান, সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আইয়ুব আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. এ এস এম রায়হান, যুগ্ম সম্পাদক সাংবাদিক মোঃ আতিক হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ফজলু সাকিদার, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আল-আমিন হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ হাফসা পারভীন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সানিয়া আক্তার এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোছাঃ নাজমা আক্তার নার্গিস প্রমুখ।

 

সম্পর্কিত