শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ভুয়া পুলিশ সেজে চাঁদাবাজি

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া শহরে পুলিশের পোষাক ও পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করার অভিযোগে পুলিশের ভুয়া দারোগা কে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে পুলিশের এসআই এর র‌্যাংক ব্যাজ লাগানো পোশাক ও জুতা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত নকল দারোগা মো: জাকারিয়া সরকার (২৫), গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার প্রজাপাড়ার আশরাফুল ইসলামের ছেলে। বগুড়া শহরের নারুলি ফাঁড়ির কর্মরত এসআই পরিচয় দিয়ে সে ঈদ বকশিস এর নামে চাঁদাবাজি করে আসছিল। শহরের নারুলি উত্তরপাড়ায় একটি ভাড়া বাড়িতে বসবাস করে এই অপকর্ম করে আসছিল সে।
শহরের নারুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক বলেন, গ্রেফতারকৃত জাকারিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, মানুষের সাথে প্রতারণা ও চাঁদাবাজির জন্য সে দুই বছর আগে বগুড়ায় আসে। এরপর সে শহরের নারুলি উত্তরপাড়ায় মতিয়ার রহমানের বাড়ি ভাড়া নিয়ে চাঁদাবাজি শুরু করে। সে পুলিশ সেজে অপকর্ম করার জন্য রংপুর থেকে পুলিশের পোশাক সংগ্রহ করে। কিন্তু গাইবান্ধায় তার বাড়ির লোকজন জানতো সে পিডিবি’তে চাকরি করে।
ইন্সপেক্টর নাজমুল আরো জানান, বগুড়ায় নারুলি পুলিশ ফাঁড়ির এক সাব ইন্সপেক্টর ঈদ বকশিস নেয়ার নামে চাঁদাবাজি করছে এমন খবর তার কাছে আসে। কিন্তু তিনি তাকে সনাক্ত করতে পারছিলেন না। এরমধ্যে একজন ব্যবসায়ী তার কাছে অভিেেযাগ করেন, পুলিশের পোশাক পরে তার ফাঁড়ির এসআই পরিচয় দিয়ে একজন তার কাছ থেকে ১৮শ’ টাকা জিনিস নিয়ে এসেছে। এছাড়া আরেকজন ফুল বিক্রেতা এসে বলেন, পুলিশ পরিচয়ধারী ওই ব্যক্তি তার কাছ থেকেও চাঁদা হিসেবে দেড় হাজার টাকার ফুল নিয়ে এসেছে। এরপর তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান এবং তাকে সনাক্ত করতে কাজ শুরু করেন।
গোপন সূত্রের খবরে জানতে পারেন যে ওই পুলিশের ভুয়া কর্মকর্তা নারুলি উত্তরপাড়ায় জনৈক মতিয়ার রহমানের বাড়িতে ভাড়া থাকেন। পরে গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং সেইসাথে তার কাছ থেকে পুলিশের পোশাক ও জুতা উদ্ধার করা হয়েছে।

সম্পর্কিত