মোঃ কামরুজ্জামান সম্পদ
জুলাই-আগস্ট আন্দোলনে কারানির্যাতিত রাজবন্দীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি বগুড়া জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছে জুলাই রাজবন্দী এলায়েন্স, বগুড়া জেলা।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণ করে কারাবরণ ও নির্যাতনের শিকার রাজবন্দীদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জুলাই রাজবন্দী এলায়েন্সের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী বিভাগের প্রতিনিধি এপি প্রান্ত, বগুড়া জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জুলাই রাজবন্দী আব্দুল্লা আল মাহাদী, মো. রাছেল জিলাদারসহ বগুড়া জেলার বিভিন্ন উপজেলার জুলাই রাজবন্দী প্রতিনিধিরা।
স্মারকলিপি প্রদানকালে বক্তারা জানান, রাজবন্দীদের অধিকার আদায়ের লক্ষ্যে জুলাই রাজবন্দী এলায়েন্সের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটি রাজবন্দীদের এমআইএসভুক্ত করা, আর্থিক সহায়তা প্রদান, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, আইনি হয়রানি বন্ধ, সামাজিক স্বীকৃতি ও রাষ্ট্রীয় সংবর্ধনার ব্যবস্থা এবং জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো নিয়ে কাজ করে যাচ্ছে।
তারা আরও জানান, এসব দাবির বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী প্রতিটি জেলা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ধারাবাহিকভাবে স্মারকলিপি প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ বগুড়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
বক্তারা আশা প্রকাশ করেন, সরকার ও প্রশাসন দ্রুত সময়ের মধ্যে রাজবন্দীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে











