শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফ্যাসিস্টমুক্ত সমাজ গড়ে মৌলিক অধিকার ফিরিয়ে আনবে এনসিপি: মজিদ

স্বপ্না আক্তার, নীলফামারী।।
নীলফামারী জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা শনিবার (২৮ জুন) বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জেলা প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন এনসিপি সদস্য আক্তারুজ্জামান আক্তার।

সভায় সভাপতির বক্তব্যে মোহাম্মদ আব্দুল মজিদ বলেন,

“আমরা সবাই মিলে একত্রিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনসিপি গঠন করেছি। মানুষের মৌলিক অধিকার যখন খর্ব হয়, তখন মানুষ তিক্ত হয়ে ওঠে। ঠিক যেমন আওয়ামী লীগ সরকার মানুষের ভোটের অধিকার খর্ব করেছিল, তাই জনতার আন্দোলনের মুখে তাদের দেশ ছাড়তে হয়েছিল। আমরা এনসিপি ফ্যাসিস্ট শক্তিকে সমাজ থেকে উৎখাত করে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনব।”

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি ডিমলা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. মোশাররফ হোসেন মিন্টু, জলঢাকা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. রেজাউল করিম রাজু, যুগ্ম আহ্বায়ক মো. মোহামেনুর রহমান সানা, এনসিপি সদস্য শামসুল হক শাহ্, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক মো. মেহেদী হাসান আশিক ও সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর প্রমুখ।

সম্পর্কিত