বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফের বিয়ের পথে পরীমনি? শেখ সাদীকে নিয়ে জল্পনা তুঙ্গে

অনলাইন ডেস্ক:ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি ও তরুণ গায়ক শেখ সাদীকে নিয়ে কিছুদিন ধরে সরগরম সোশ্যাল মিডিয়া। সম্প্রতি এক মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তখন আদালতে নায়িকার জামিনদার হিসেবে দেখা যায় শেখ সাদীকে। ফলে দুইয়ে দুইয়ে চার! এরপর থেকে শুরু হয় প্রেমের গুঞ্জন। ২৮ বছরের এই তরুণ এখনও বিয়ে করেননি। পরীমনি বয়স ৩৩ বছর, একাধিক ডিভোর্স হয়েছে তাঁর। দুই সন্তানের মা! এই অসম বয়সের প্রেম-ভালোবাসা কি আদৌ টিকবে, এই মর্মে জল্পনা এখন সোশ্যাল মিডিয়াতে।

যদিও দুইজনের তাদের সম্পর্কের ব্যাপারে স্পষ্ট জানিয়েছেন। তবে হঠাৎ  শেখ সাদীর এক ফেসবুক পোস্ট যেন দুইজনের প্রেমের গুঞ্জন আরও উস্কে দেয়।

যেখানে ‘পরী’র প্রতি মগ্ন হওয়ার ভাব প্রকাশ করেন সাদী। সঙ্গে সেই পোস্টে পরীর প্রতিক্রিয়াও ইঙ্গিত দেয় আরও গভীর কিছুর!

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে কিছু ছবি প্রকাশ করেন সাদী। আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি ইংরেজি বাক্য। যার বাংলা অর্থ দাঁড়ায়- ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য’।

সাদীর এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরীমনিও সাড়া দেন। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি স্টিকার কমেন্ট দিয়ে পরী লেখেন, ‘ওহ’।

এরপর থেকেই ফের প্রেম জল্পনা পরী-সাদীকে নিয়ে। সাদীর পোস্টে অনুরাগীদের মন্তব্য ছিল এমন, ‘দুজনের জন্যই অনেক ভালোবাসা রইল।’ আরেকজন লেখেন, ‘আমাদের সন্দেহ ঠিক ছিল।’ অপর আরেকজন লেখেন, ‘আগেই ধারণা করেছিলাম, আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল!’

সম্পর্কিত