ফুলপুর (ময়মনসিংহ):
ময়মনসিংহের ফুলপুর থানায় পুলিশের গাড়ির পেছনে দাঁড়িয়ে টিকটক ভিডিও বানানোর ঘটনায় সাত কিশোরকে থানায় ডেকে সতর্ক করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত ১৬ অক্টোবর ওইদিন ফাহিম, আতাউর রহমান, নাবিল, তানভির, আনিছুর রহমান, তাছিন সরকার** ও **মাহিন হাসান রিয়াদ, নামের সাত কিশোর ফুলপুর থানা কম্পাউন্ডে পুলিশের গাড়ির পেছনে দাঁড়িয়ে টিকটক ভিডিও ধারণ করে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
বিষয়টি নজরে আসার পর ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কিশোরদের ও তাদের অভিভাবকদের থানায় ডেকে আনেন। জিজ্ঞাসাবাদে কিশোররা তাদের ভুল স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করে।
পরে তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে আর জড়াবে না বলে অঙ্গীকার ব্যক্ত করে। তাদের অভিভাবকরা থানায় লিখিত মুচলেকাদেন।
ফুলপুর থানা সূত্রে জানা গেছে, ঘটনাটি শিক্ষণীয় উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং কিশোরদের সতর্ক করা হয়েছে যেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ করে।













