সুমি স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলপুর উপজেলা যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা ছাত্রদলের সাবেক ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক, বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও যুবনেতা শাহজাহান সিরাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর-তারাকান্দা অঞ্চলের জনপ্রিয় নেতা, সাবেক তারাকান্দা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক, ধানের শীষের কান্ডারী জননেতা মোতাহার হোসেন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য সাইদুল ইসলাম টাইগার, আকিবুল হক, ফুলপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর ইসলাম জরিপ, যুবনেতা আব্দুর রহিম, ফুলপুর সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাইজুদ্দিন সরকার, যুবনেতা মুস্তাক জুলহাস পারভেজ হাসান ফকির, এমদাদ হোসেন, বিল্লাল হোসেন চৌধুরী, জাহাঙ্গীর আলম, জুলহাস উদ্দিন প্রমুখ।
এছাড়াও ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জননেতা মোতাহার হোসেন তালুকদার তাঁর বক্তব্যে বলেন,“যুবদলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে — এটিই আজকের সময়ের দাবি এবং দলের নির্দেশ।”
অনুষ্ঠান শেষে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।










