বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রয়োজনীয় সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয় নীলফামারীতে জামায়াতের আমির

স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ , নীলফামারী :

জুলাই আন্দোলন ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলের সকল হত্যাকান্ডের বিচার ছাড়া জনগণ কোন নির্বাচন দেখতে চায়না, কথা গুলো বলেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় আমীর মাওলানা ডঃ সফিকুর রহমান। তিনি আজ ১৯ এপ্রিল বিকেলে নীলফামারীর জলঢাকা স্টেডিয়ামে জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন।
তিনি আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনের উপর জোর দিয়ে বলেন, ছলচাতুরী, ডামি, কুকুর-বিড়াল মার্কা, পেশীশক্তির নির্বাচন আর দেখতে চায় না জনগন। আনুপাতিক হারে নির্বাচন হলে জনগনের কাঙ্খিত নেতা নির্বাচন হবে।

আজ ১৯ এপ্রিল শনিবার সন্ধ্যায় জলঢাকা স্টেডিয়াম মাঠে উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের জেনারেল সেক্রেটারি মোয়াম্মার আল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর – দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর – দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ‍্যক্ষ মমতাজ উদ্দিন , কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর – দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর – দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও নীলফামারী জেলা আমীর আব্দুস সাত্তার, সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা মজলিসের সূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হুদা জেলা বার সমিতির সভাপতি এ‍্যডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন কর্মকার প্রমূখ।

সম্পর্কিত