কুড়িগ্রাম প্রতিনিধি,
পরিবেশবাদী সংগঠন অরণ্য এর উদ্যোগে বুধবার (মে ৭) সকাল ১০টায় প্রথম আলো চর আলোর পাঠশালার নতুন বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির মোট ১০০টি গাছের চারা রোপণ করা হয়। একইসঙ্গে বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির ১, ২ ও ৩ রোলের শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশগত উপকারিতা নিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করেন। বক্তারা তুলে ধরেন—কিভাবে একটি গাছ সঠিকভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিপূর্ণ বৃক্ষে পরিণত হয় এবং তা পরিবেশে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলে।
প্রথম আলো চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, “একটি গাছ কেটে ফেললে তার পরিবর্তে অন্তত তিনটি গাছ রোপণ করতে হবে। তবেই পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।”
চারা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। তাদের মতে, এই ধরনের কর্মসূচি তাদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করে এবং গ্রাম্য এলাকাগুলোকে সবুজ রাখার প্রেরণা জোগায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো চর আলোর পাঠশালার প্রতিষ্ঠাতা জনাব সফি খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরণ্য সংগঠনের উপদেষ্টা জনাব নুর আমিন। এ ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন অরণ্য কুড়িগ্রাম সদর উপজেলা কমিটির নবনির্বাচিত সভাপতি, সহ-সভাপতি, সদস্য এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই আয়োজনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি একটি কার্যকরী সবুজ উদ্যোগ হিসেবে এটি এলাকার জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।