বাংলাদেশের তরুণ লেখক, শিক্ষক ও গবেষক তৌফিক সুলতানের বহুল প্রতীক্ষিত গ্রন্থ ‘ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ’ শীঘ্রই পাঠকদের হাতে পৌঁছাতে যাচ্ছে। দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটিকে জ্ঞান, দর্শন, বিজ্ঞান, ধর্ম ও জীবনের বাস্তবতাকে এক সুতোয় গেঁথে তৈরি করা একটি অনন্য জ্ঞানকোষ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব গ্রামের সন্তান তৌফিক সুলতান শিক্ষাক্ষেত্রে, সাহিত্য ও সমাজসেবায় তার অনন্য অবদানের জন্য ইতোমধ্যেই সুপরিচিত। তার লেখনীতে ইসলামি মূল্যবোধ, গভীর মানবিকতা এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের অপূর্ব সমন্বয় ঘটে।
বইটি সম্পর্কে লেখক তৌফিক সুলতান স্যার তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “একটি কলম পারে একটি জাতিকে জাগিয়ে তুলতে, একটি চিন্তা পারে একটি প্রজন্মকে আলোকিত করতে। ‘ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ’ বইটি সেই বিশ্বাসেরই প্রতিফলন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটি পাঠকদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করবে এবং মানবতার সম্মিলিত কল্যাণে কাজ করার এক অদম্য প্রেরণা জোগাবে।”
প্রকাশক মোহাম্মদ আবদুল হাকিম জানান, ১১২ পৃষ্ঠার এই বইটি উচ্চমানের কাগজে, আকর্ষণীয় রঙিন কভার ও টেকসই হার্ডবোর্ড বাঁধাইয়ে প্রকাশ করা হবে। তিনি উল্লেখ করেন, বইটিতে প্রাচীন সভ্যতার দীপ্তিমান অভিজ্ঞতা, নবীদের জীবনাদর্শ ও দর্শন, আধুনিক বিজ্ঞানের যুগান্তকারী অগ্রগতি, মনোবিজ্ঞানের গভীর উপলব্ধি এবং মানবজীবনের নিত্যনৈমিত্তিক শিক্ষণীয় দিকগুলো সন্নিবেশিত হয়েছে। এটি শিক্ষার্থী, গবেষক, শিক্ষক থেকে শুরু করে সাধারণ প্রতিটি পাঠকের জন্যই সমানভাবে উপযোগী ও অনুপ্রেরণাদায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তৌফিক সুলতান বর্তমানে ব্রেভ জুবিলেন্ট স্কলার্স অফ মনোহরদী মডেল কলেজ (বিজেএসএম মডেল কলেজ)-এর প্রভাষক, ভাওয়াল ইসলামিক ক্যাডেট একাডেমির ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়েলফশন মানবকল্যাণ সংঘের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত কলাম, ফিচার, নিবন্ধ ও মতামত লিখে থাকেন। তার লেখনী ও চিন্তাধারা সমাজ ও শিক্ষাব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে।
বিজেএসএম মডেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এম.ফিল গবেষক প্রফেসর মঞ্জিল মোল্লা তৌফিক সুলতানের সাফল্যে অত্যন্ত গর্ববোধ করেন। তিনি বলেন, “তৌফিক সুলতান একসময় আমার ছাত্র ছিলেন। আজ তিনি আমার প্রতিষ্ঠানেরই একজন প্রভাষক। তিনি সেই মেধাবী শিক্ষার্থী ছিলেন, যিনি হৃদয়ে জ্ঞানের আলো বহন করতেন বলেই আজ সমাজকে আলোকিত করার এই মহৎ কাজে নিবেদিত রয়েছেন।”
লেখক তার এই প্রকাশনা যাত্রায় তার কর্মজীবন ও ব্যক্তিজীবনের বিভিন্ন স্তরের মানুষদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান, যাদের অকুণ্ঠ সহযোগিতা ও অনুপ্রেরণা তাঁকে এই ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করেছে।
‘ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ’ বইটি এরইমধ্যে প্রকাশনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই এটি সারাদেশের বইয়ের দোকান ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
‘ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ’ বইটি প্রকাশনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই এটি সারাদেশের বইয়ের দোকান ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাবে। আগ্রহী পাঠকরা গুগলে “লেখক তৌফিক সুলতান স্যার”, “Towfiq Sultan Sir”, “লেখক তৌফিক স্যার এর লেখা” বা “Writer Towfiq Sir” ইত্যাদি কীওয়ার্ড লিখে সার্চ করে তাঁর লেখা পড়তে এবং নিজের চিন্তার জগৎকে সমৃদ্ধ করতে পারবেন।
বইটির বিশেষ কৃতজ্ঞতা সেগমেন্ট রয়েছে লেখক, শিক্ষক, গবেষক ও সাংবাদিক সহ আরও অনেকের নাম এই সাফল্য ও প্রকাশনা যাত্রায় লেখক তার কর্মজীবন ও ব্যক্তিজীবনের বিভিন্ন স্তরের মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানান। যাদের অকুণ্ঠ সহযোগিতা ও অনুপ্রেরণা তাঁকে এই ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
সাদিকুল ইসলাম (নিউইয়র্ক প্রবাসী),মাওলানা ওয়াহিদুল্লাহ্ কাওছার (সমাজসেবক), মুফতি আবদুল্লাহ তামিম ( সাংবাদিক, সময় টেলিভিশন), ইমরান হোসাইন (সাংবাদিক-এনটিভি),মোঃ রিয়াজুল ইসলাম- সাংবাদিক, দৈনিক রূপালী বাংলাদেশ।,মোঃ তাওহীদ কবির (সাংবাদিক, বাংলা টিভি ও দৈনিক রূপালী বাংলাদেশ), মোঃ রাজীবুল হাসান, (মাল্টিমিডিয়া উপ-প্রধান, দৈনিক কালের কন্ঠ),আল আমিন (সাংবাদিক, স্টার নিউজ।),ইজাজ আহমেদ মিলন (লেখক ও সাংবাদিক, দৈনিক সমকাল) শিহাব খান (সাংবাদিক, এটিএন নিউজ) মোঃ নাঈমুল হাসান (সাংবাদিক, দৈনিক আজকের পত্রিকা) মোঃ তাওহীদ কবির (সাংবাদিক, বাংলা টিভি ও দৈনিক রূপালী বাংলাদেশ) মোঃ আরিফ শেখ (সাংবাদিক, দৈনিক বাংলাদেশের খবর) আসাদুল্লাহ গালিভ আল সাদি (সাংবাদিক, দৈনিক ইত্তেফাক), রফিক সরকার (সাংবাদিক, দ্য ডেইলি অবজার্ভার), শাহীন মোল্লা (সাংবাদিক, দৈনিক আমাদের সময়)মো জহিরুল ইসলাম রাতুল (স্টাফ রিপোর্টার, বাংলানিউজ ২৪),হাসিব পান্হ ( লেখক,সাংবাদিক- ডিবিসি নিউজ ২৪/৭), রাজু আহম্মেদ, (রিপোর্টার এখন টেলিভিশন),ডা. তানভীর, (BDS-ডেন্টাল সার্জন), ডাঃ শারমিন সুলতানা চৌধুরী (লেখিকা, বিসিএস স্বাস্থ্য,MBBS- চিকিৎসক) ডাঃ আলমগীর হোসেন নাসিম (চিকিৎসক),ডাঃ মোশিউর রহমান মামুন (এমবিবিএস,বিসিএস স্বাস্থ্য),ডাঃ মেহেদী হাসান কাওছার (এমবিবিএস,বিসিএস স্বাস্থ্য), মোঃ আনোয়ার হোসেন (ডিএমএ),রেহেনা পারভিন পদ্মা(হোমিওপ্যাথ), মো. কামরুল হাসান সৌরভ
(ফার্মাসিস্ট),মোঃ মনিরুজ্জামান (চিকিৎসা প্রযুক্তিবিদ),মো. খালেদ সাইফুল্লাহ (লেখক,কলামিস্ট, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পুরস্কার বিজয়ী),প্রফেসর মঞ্জিল মোল্লা (এম.ফিল গবেষক),মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া (কবি ও কলামিস্ট),আলী ওসমান শেফায়েত (লেখক ও কলামিস্ট), সালমান হাবীব (কবি), রাসেল উদ্দিন – (লেখক,ফটোগ্রাফার,রেডিও উপস্থাপক),রেদ্ওয়ান আহমদ (শিক্ষানবিশ, লেখক ও সাংবাদিক),নাজমুল হুসাইন (শিক্ষার্থী ও সাংবাদিক)হানিফ রাজা
(কবি, শিশু সাহিত্যিক, প্রবন্ধকার),ইশতিয়াক আহমেদ সিপন (শিক্ষক),শান্তা রহমান (শিক্ষিকা),আরিফুল ইসলাম আরিফ (শিক্ষক), আয়েশা সিদ্দিকা (প্রাইভেট টিউটর) হামিদ (কলেজ শিক্ষক),সালমা সুলতানা (প্রফেসর), শফিউল আলম (প্রভাষক),ফরহাদ ফকির (শিক্ষক), রাকিব মিয়া (সৈনিক),শাহ আলম সরকার (মাস্টার্স অধ্যানরত শিক্ষার্থী),শামীম আহমেদ (শিক্ষার্থী),মোঃ ইমরান হোসেন আলম (ব্যাংকার -সিটিজেনস ব্যাংক পিএলসি), সোহেল মিয়া (বিশিষ্ট ব্যবসায়ী), লোকমান হোসেন ( বিশিষ্ট ব্যবসায়ী), আকরাম হোসাইন তাহসিন (
এক্সিকিউটিভ ডিরেক্টর — নেক্সটলিড), রাকিব, রাকিব মিয়া,ফাতেমা বেগম, উম্মে তাজরিয়ান তুবা , জুবায়ের, উল্লাহ সাকি আব্দুল্লাহ, আল মামুন,ফারজানা, এরিন, লামিয়া,সামিয়া আঁখি, আয়েশা রাখি ,জাকারিয়া লিমন,হাসমত আলী,সবুজ হোসেন,জান্নাত আপু,আহাদ আলী,সোহাগ,হাফসা আপু,তানভীর,সাখাওয়াত হোসেন পিয়াল,সুমাইয়া আপু,তানজিল হোসেন,বিবি রোকেয়া রেজা (স্টুডেন্ট),জান্নাতুল রিমা(নার্স), খাদিজা আক্তার (স্টুডেন্ট), সৃষ্টি(স্টুডেন্ট), ফৌজিয়া আক্তার বর্ষা(স্টুডেন্ট), জেরিন আক্তার (স্টুডেন্ট), টুসরাত জাহান মিম(স্টুডেন্ট), সুমাইয়া আক্তার (স্টুডেন্ট), ফাহমিদা ইসলাম (স্টুডেন্ট), জেরিন আক্তার (স্টুডেন্ট), মাসউদ হাসান শাকিল,(ছাত্র),সুইিটি (ছাত্রী ),রেশমা (ছাত্রী ),সুমাইয়া (ছাত্রী), রুপন দাশ (ছাত্র),কাউসার (ছাত্র), মাহমুদুল আকন্দ (ছাত্র), শরিফুল ইসলাম ,(ছাত্র), পুলক বড়ুয়া (চাকরী ), রাহাত (ছাত্র), আব্দুল করিম (লেখক তৌফিক সুলতান এর পিতা), ফাতেমা বেগম (লেখক তৌফিক সুলতান এর পিতা),আবু ইউসুফ (লেখক তৌফিক সুলতান এর মাতৃকুলীয় পিতামহ)
শিব্বির মাষ্টার (লেখক তৌফিক সুলতান এর শিক্ষক),জাহাঙ্গীর স্যার (লেখক তৌফিক সুলতান এর শিক্ষক) বাহার স্যার (লেখক তৌফিক সুলতান এর শিক্ষক) ডাঃ মামুন স্যার (লেখক তৌফিক সুলতান এর শিক্ষক), ডাঃ আজাদ স্যার (লেখক তৌফিক সুলতান এর শিক্ষক) মোঃসালাউদ্দীন (পুলিশ কনস্টেবল, কবি ও লেখক) ইকরামুল হক মৃতূল (সার্কুলেশন বিভাগ – কালবেলা)
মোঃ নাজমুল হক (লেখক ও সংগঠক),এম. আবু বকর সিদ্দিক (কবি ছড়াকার ও শিক্ষক ), মোহাম্মদ রায়হান উদ্দিন ছিদ্দীকি (লেখক ও সাবেক সভাপতি, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা।
শিক্ষার্থী, মাস্টার্স, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।),আলম-গীর হোসেন (সাংবাদিক, কলামিস্ট ও নজরুল গবেষক),ইমন হাওলাদার (কেন্দ্রীয় প্রচার সম্পাদক – বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ), শারমিন আদনান
(প্রতিষ্ঠাতা সভাপতি- বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইডেন মহিলা কলেজ শাখা।, কলামিস্ট, ফিচার রাইটার)সাইফুল্লাহ তারেকী ( শিক্ষক, ইমাম, উপদেষ্টা – ওয়েলফশন মানবকল্যাণ সংঘ), হাবিবুল্লাহ (শিক্ষক, ইমাম, উপদেষ্টা – ওয়েলফশন মানবকল্যাণ সংঘ),সাঈদ আবরার (সম্পাদক, চিন্তানামা) সহ আরও অনেকের নাম লিপিবদ্ধ করা হচ্ছে এই তালিকায়। ডাঃ মামুন স্যার, ডাঃ আজাদ স্যারের মতো প্রিয় শিক্ষকমণ্ডলী এবং অসংখ্য ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
‘ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ’ বইটি এরইমধ্যে প্রকাশনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই এটি সারাদেশের বইয়ের দোকান ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
লামিয়া ইসলাম,মনোহরদী, নরসিংদী