শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পূর্ব কাদমা কাশিম বাজার কমিউনিটি হেলথ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু

নিজস্ব প্রতিনিধিঃ আদর্শ যুব কর্ম সংস্থা ফাউন্ডেশনের আর্থিক সহায়তায়, সমন্বিত গ্রামীন উন্নয়ন কর্মসূচি (আইআরডিপি)’র উপজেলা ও ইউনিয়ন হেলথ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা কাশিম বাজার কমিউনিটি হেলথ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে পূর্ব কাদমা কাশিম বাজার কমিউনিটি হেলথ কমপ্লেক্সের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব মোঃ মোস্তফা কামাল রাসেল, প্রকল্প পরিচালক, সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি (আইআরডিপি), রংপুর।

প্রায় এক কোটি টাকা ব্যয়ে ৪ কক্ষ বিশিষ্ঠ উক্ত হেলথ কমপ্লেক্সের নির্মাণ কাজ করছেন এসপিডি বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠান৷ উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম, চেয়ারম্যান, ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ, মেসার্স ফারুক ট্রেডাসের স্বত্ত্বাধিকারী মোঃ ওমর ফারুক, রংপুর, এসপিডি বিল্ডার্স এর প্রজেক্ট ম্যানেজার জনাব মোহাঃ সাখাওয়াত হোসেন টুটুলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পর্কিত