মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পুনাক সভানেত্রী জনাব ডাঃ জান্নাতুল নাঈমা হক এর দায়িত্বগ্রহণ উপলক্ষ্যে অভিষেক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধিঃ পুনাক সভানেত্রী ডাঃ জান্নাতুল নাঈম হক’র দায়ীত্ব উপলক্ষে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ০৩ জানুয়ারি) পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), হবিগঞ্জ কর্তৃক হবিগঞ্জ পুনাক সভানেত্রী ডাঃ জান্নাতুল নাঈমা হক এর দায়িত্বগ্রহণ উপলক্ষ্যে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় পুনাক, হবিগঞ্জ এর অন্যান্য নেত্রীবৃন্দ সম্মানিত হবিগঞ্জ পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার হবিগঞ্জ এর সহধর্মিণী জনাব ডাঃ জান্নাতুল নাঈমা হক-কে ফুল দিয়ে বরণ করে নেন।

বরণ অনুষ্ঠান শেষে সম্মানিত হবিগঞ্জ পুনাক সভানেত্রী উপস্থিত পুনাকের সকল সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং হবিগঞ্জ পুনাকের কার্যক্রম আরো সুদৃঢ় করতে পুনাকের সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, হবিগঞ্জ পুনাকের প্রত্যেক সদস্যকে নিয়ে আমরা একটি পরিবার। পরিবারের প্রত্যেকটি সদস্য এর সুখ-দুঃখ ভাগাভাগি করে নিয়ে সামনে কাজ করার অঙ্গীকার বদ্ধ থাকব।

এছাড়া অনুষ্ঠানে পুনাকের অন্যান্য নেত্রীবৃন্দ ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত