সাখাওয়াত হোসেন পীরগাছা ( রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বাকি মিয়া (৬৬) নামের এক পথচারী নিহত হয়েছে। সোমবার সকাল এগারোটার দিকে উপজেলা মডেল স্কুল সংলগ্ন মন্টু মিয়ার দোকানের সামনে পাকা রাস্তায় সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাকি মিয়া (৬৬), উপজেলা সদর ইউনিয়নের অনন্তরাম এলাকার মৃত মতিন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাকি মিয়া (৬৬),বাজার থেকে ভাগিনার বাসায় ফিরছিল। এ সময় পীরগাছা মডেল স্কুলের সামনে মন্টু মিয়ার দোকানের পাশে রাস্তা পারাপারের সময় পেছন থেকে আসা একটি কাভার দেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে মাটিতে পড়ে গেলে বুকের পাঁজর ভেঙ্গে গুরুতর আহত হন। পরে পথচারীরা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।










