নিউজ ডেস্ক: প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার ১ নম্বর আসামি মেহরাজকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বুধবার (২৩ এপ্রিল) বিকেলে গাইবান্ধা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১ এর একটি দল।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গ্রেপ্তার মেহরাজকে গাইবান্ধা থেকে ঢাকায় এনে বনানী থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।










