শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পাবনা জেলার এসপি হিসেবে পদায়ন পেলেন পটুয়াখালির এসপি মো. আনোয়ার জাহিদ

আর কে আকাশ, বাংলার মুখ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারি করে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই লটারি করা হয়। আজ নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। লটারির মাধ্যমে পাবনার পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন পেয়েছেন পটুয়াখালির এসপি মো. আনোয়ার জাহিদ। মো. আনোয়ার জাহিদ ২০২৪ সালের ৩০ আগস্ট থেকে পটুয়াখালির এসপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনার পুলিশ সুপার হিসেবে পদায়ন (আদেশপ্রাপ্ত) করা হয়। তাকে কক্সবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে।

পাবনার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন, মো. মোরতোজা আলী খাঁন। তিনি ২০২৪ সালের ০২ সেপ্টেম্ব পাবনা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সম্পর্কিত