মোঃ ওয়ালীউল্লাহ হাসান,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় তথ্যপ্রযুক্তির সহায়তায় হারানো ও চুরি যাওয়া ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। গত ছয় মাস ধরে বিভিন্ন জিডির ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে পাঁচবিবি থানার এএসআই সোহেল রানা গত ৭ দিনে এসব মোবাইল ফোন শনাক্ত করে উদ্ধার করেন।
শনিবার (১ মার্চ) দুপুর ১২:৩০ মিনিটে থানার কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মইনুল ইসলাম। তিনি বলেন, “মোবাইল ফোন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। এতে থাকা তথ্য অনেক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। প্রকৃত মালিকের কাছে ফোনগুলো ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।”
এএসআই সোহেল রানা বলেন, “বর্তমানে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এতে থাকে গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও ও ডকুমেন্টস। হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিতে পারলে ভালো লাগে।”
পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাবের নির্দেশনায় এবং পাঁচবিবি থানার সার্বিক সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়েছে। পুলিশের এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঁচবিবি থানার এমন উদ্যোগ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে বলে মনে করছেন স্থানীয়রা। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।











